542)The great man Alfred Nobel. (মহাপুরুষ আলফ্রেড নোবেল।) - Written by Junayed Ashrafur Rahman ✒

542 http://theuniversalhumanity.blogspot.com/ ) The great man Alfred Nobel. (মহাপুরুষ আলফ্রেড নোবেল।)—Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html ✒ 




 





“Alfred Nobel is a great man without religious passion through his talent and generosity.”



 (October 21 is Alfred Nobel's birthday.)


#History #Politics #Humanity #Literature 




🌟 Great men ✒ 




 In general, those who are known for their religious deeds are the ones who are known as great men.




 But those who dedicate themselves to human welfare are also great men.




 🌟 Alfred Nobel's talent and genius ✒ 




 Alfred Nobel was a man of many talents. He was an expert in many subjects, including literature, politics, proficiency in many languages, physics, and chemistry.




 He made about three hundred and fifty discoveries in various fields of science.




 🌟 The generosity of Alfred Nobel ✒ 




 As a scientist, inventor and businessman, he donated the vast wealth he acquired to reward those engaged in human welfare. It is the unique generosity of Alfred Nobel.




 🌟 Long lasting donations ✒ 




 Before him, many people became the owners of massive wealth in various ways. Fortunately, someone (e.g.: - Haji Muhammad Mohsin) and Someone became someone else's wealth of resources (e.g.: - Robert Clive). 




 Some have donated generously (e.g.: Haji Muhammad Mohsin), some have not. But no one has been able to make such a lasting donation as Alfred Nobel.




 The Nobel Prize has been awarded to individuals engaged in human welfare since 1901.




 But the donations of many others big ended in his lifetime.




 Again, many people have become the owners of massive wealth after Alfred Nobel, many of them donated some of their business profits for human welfare and even a lot, but no one has been able to like Alfred Nobel.




🌟 The effect of the Nobel Prize ✒ 




 It is true that people can become great people without winning the Nobel Prize (such as - Mahatma Gandhi, Count Tolstoy, Dr. Muhammad Iqbal).




 But when a person is awarded the Nobel Prize, his greatness increases even more.




 For example: - Ravi Tagore's “Gitanjali” was published in 1910 (1317 BS). At that time, there was no significant discussion about Gitanjali.




 But when Ravi Tagore was awarded the Nobel Prize in 1913 through Gitanjali, the massive talking started.




 Besides Gitanjali, other works of Ravi Tagore also became the subject of much discussion at that time.




 In other words, before being awarded the Nobel Prize, Ravi Tagore's works were similar to those of other Bengali writers.




 Even after being awarded the Nobel Prize, Ravi Tagore was admired in places like Japan, Argentina, Europe.




 Soon after being awarded the Nobel Prize, people like Mahatma Gandhi and Nehru came to meet Ravi Tagore.




 In 1915, Ravi Tagore was conferred the title of Knight (Sir) by the British Government. If Ravi Tagore had not been awarded the Nobel Prize, the British government might have considered him as any other zamindar. However, due to the Jallianwala Bagh massacre in 1919, Ravi Tagore relinquished the title of Knight.




 The uproar over the arrival of Ravi Tagore in the Mymensingh region in 1926 was due to his being awarded the Nobel Prize.




 On December 26, 1931, Sarat Chandra Chattopadhyay said to Ravi Tagore at the Town Hall in Calcutta, “Poet leader, we have no limit of wonder at you.”




 There is so much talk about Ravi Tagore, everything happened after he was awarded the Nobel Prize.




 Before the Nobel Prize in 1913, no one talked much about the works of Ravi Tagore and him.




 As a writer and historian, I http://ow.ly/efEw102XXHZ think that although Ravi Tagore was one of the pioneers of Bengali literature in his genius and writing, if he did not win the Nobel Prize, his Gitanjali would be considered as the poetry of medieval Vaishnava poet Gyandas or Baul poet Lalon Shah.




 And stories, novels, essays were considered like the works of Bankimchandra Chattopadhyay, Saratchandra Chattopadhyay, Mir Mosharraf Hossain.






 * Similarly, if not awarded the Nobel Prize, Rowdy Kipling's “The Jungle Book” would have been considered a strange fantasy story of a human child roaming with a tiger-bear.




 * Or Ernest Hemingway's “The Old Man and the Sea” as the fantasy story of an old man hunting whales in the sea.




 * If Nelson Mandela had not won the Nobel Prize, he might have been considered the same as other communist leaders (such as Vladimir Lenin, Mao Zedong, Che Guevara).






 🌟 Awarding the Nobel Prize ✒ 




 Awarding the Nobel Prize is a matter of uncertainty. But it is absolutely inappropriate to denigrate the Nobel Prize without awarding the Nobel Prize. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


https://parg.co/bCHO


Nandail Municipality, Mymensingh, Bangladesh. 






“ ধর্মীয় আবেগ ছাড়াই আলফ্রেড নোবেল একজন মহাপুরুষ নিজের মেধা, প্রতিভা ও উদারতার মাধ্যমে।”



(২১ অক্টোবর আলফ্রেড নোবেলের জন্মদিন।) 




🌟 মহাপুরুষ ✒ 




সাধারণভাবে যিনিরা ধর্মীয় কাজের মাধ্যমে বিশেষ পরিচিত হন, তিনিরাই মহাপুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন।




কিন্তু মানব কল্যাণের জন্য যিনিরা নিজেদেরকে উৎসর্গ করেন, তিনিরাও মহাপুরুষ।




🌟 আলফ্রেড নোবেলের মেধা ও প্রতিভা ✒ 




আলফ্রেড নোবেল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন পারদর্শী ব্যক্তি সাহিত্য, রাজনীতি, অনেক ভাষায় দক্ষতা, পদার্থ ও রসায়নসহ অনেক বিষয়ে।




তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রায় সাড়ে তিনশো আবিষ্কার করেছিলেন।




🌟 আলফ্রেড নোবেলের উদারতা ✒ 




একজন বিজ্ঞানী, আবিষ্কারক ও ব্যবসায়ী হিসেবে তিনি যে বিপুল সম্পদ অর্জন করেছিলেন, সেগুলো মানব কল্যাণে নিয়োজিত ব্যক্তিদেরকে পুরস্কার দেয়ার জন্য দান করেছিলেন। এটা আলফ্রেড নোবেলের অনন্য উদারতা।




🌟 দীর্ঘস্থায়ী দান ✒ 




তিনির আগে অনেক মানুষ বিভিন্নভাবে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন কেউ হয়েছিলেন ভাগ্যক্রমে (যেমন :- হাজি মুহাম্মদ মহসিন) আবার কেউ হয়েছিলেন অন্যের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে (যেমন :- রবার্ট ক্লাইভ)।




কেউ উদারভাবে দান করেছেন (যেমন :- হাজি মুহাম্মদ মহসিন), কেউ করেননি। কিন্তু আলফ্রেড নোবেলের মতো এতো দীর্ঘস্থায়ী দান কেউই করতে পারেননি।




১৯০১ সাল থেকে বর্তমান পর্যন্ত মানব কল্যাণে নিয়োজিত ব্যক্তিদেরকে নোবেল প্রাইজ দেয়া হচ্ছে।




কিন্তু অন্যান্য অনেক দানবীরদের দান তিনিদের জীবদ্দশাতেই শেষ হয়ে গিয়েছে।




আবার অনেক মানুষ আলফ্রেড নোবেলের পর বিপুল সম্পদের মালিক হয়েছেন, তিনিদের অনেকেই মানব কল্যাণের জন্য নিজেদের ব্যবসার লাভের কিছু অংশ এমনকি অনেকাংশ দান করলেও আলফ্রেড নোবেলের মতো কেউই পারেননি।




🌟 নোবেল প্রাইজের প্রভাব ✒ 




এটা সত্য যে, নোবেল প্রাইজ না পেয়েও মানুষ মহান ব্যক্তিতে পরিণত হতে পারেন (যেমন :- মহাত্মা গান্ধি, কাউন্ট টলস্টয়, ড. মুহাম্মদ ইকবাল)।




কিন্তু যখন কোন ব্যক্তি নোবেল প্রাইজে ভূষিত হন, তখন তিনির মহিমা আরো বৃদ্ধি পায়।




যেমন :- রবি ঠাকুরের " গীতাঞ্জলি " প্রকাশিত হয়েছিল ১৯১০ সালে (১৩১৭ বঙ্গাব্দ)। তখন গীতাঞ্জলি নিয়ে তেমন উল্লেখযোগ্য কোন আলোচনা হয়নি।




কিন্তু ১৯১৩ সালে গীতাঞ্জলির মাধ্যমে রবি ঠাকুর নোবেল প্রাইজে ভূষিত হলে শোরগোল শুরু হয়ে গিয়েছিল।




গীতাঞ্জলি তো বটেই, রবি ঠাকুরের অন্যান্য রচনাবলীও তখন ব্যাপক আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল।




অর্থাৎ, নোবেল প্রাইজের ভূষিত হবার আগে রবি ঠাকুরের রচনাবলী ছিল অন্যান্য বাঙালি লেখকদের মতোই।




এমনকি নোবেল প্রাইজে ভূষিত হবার পরই রবি ঠাকুর জাপান, আর্জেন্টিনা, ইউরোপের মতো স্থানে সমাদৃত হয়েছিলেন।




নোবেল প্রাইজে ভূষিত হবার পরই মহাত্মা গান্ধি আর নেহেরুর মতো ব্যক্তিরা রবি ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।




১৯১৫ সালে রবি ঠাকুরকে ব্রিটিশ সরকার নাইট (স্যার) উপাধিতে ভূষিত করেছিলেন। রবি ঠাকুর নোবেল প্রাইজে ভূষিত না হলে, তিনিকে হয়তো ব্রিটিশ সরকার অন্যান্য জমিদারদের মতোই বিবেচনা করতেন। যদিও ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে রবি ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 




১৯২৬ সালে ময়মনসিংহ অঞ্চলে রবি ঠাকুরের আগমনে যে শোরগোল হয়েছিল, সেটা নোবেল প্রাইজে ভূষিত হওয়ার কারণেই।




 ১৯৩১ সালের ২৭ ডিসেম্বরে কলকাতার টাউন হলে রবি ঠাকুরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, " কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। "




রবি ঠাকুরকে নিয়ে এতো যে মাতামাতি, সকল কিছুই নোবেল প্রাইজে ভূষিত হবার পর হয়েছে।




১৯১৩ সালে নোবেল প্রাইজের আগে রবি ঠাকুর ও তিনির রচনাবলী নিয়ে কেউই তেমন মাতামাতি করেননি।




একজন সাহিত্যিক ও ঐতিহাসিক হিসেবে আমার মনে হয়, যদিও রবি ঠাকুর নিজের প্রতিভা ও লেখনীতে বাংলা সাহিত্যের অন্যতম দিক পাল, কিন্তু তিনি যদি নোবেল প্রাইজ না পেতেন, তাহলে তিনির গীতাঞ্জলি বিবেচিত হত মধ্যযুগের বৈষ্ণব কবি জ্ঞানদাস অথবা বাউল কবি লালন শাহর কবিতার মতোই। 




আর গল্প, উপন্যাস, প্রবন্ধ বিবেচিত হত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেনদের রচনাবলীর মতোই। 






* তেমনি নোবেল প্রাইজে ভূষিত না হলে রাউডি কিপলিংয়ের, " দ্য জাঙ্গল বুক " বিবেচিত হত বাঘ - ভালুকের সঙ্গে বিচরণ করা এক মানব শিশুর বসবাসের অদ্ভুত ফ্যান্টাসি কাহিনি হিসেবে।




* অথবা আর্নেস্ট হেমিংওয়ের, " দ্য ওল্ড ম্যান এন্ড সি " বিবেচিত সাগরে তিমি শিকাররত এক বৃদ্ধ লোকের ফ্যান্টাসি কাহিনি হিসেবে।




* নেলসন ম্যান্ডেলা যদি নোবেল প্রাইজ না পেতেন, তাহলে হয়তো তিনি বিবেচিত হতেন অন্যান্য কমিউনিস্ট নেতাদের (যেমন :- ভ্লাদিমির লেনিন, মাও সে তুঙ , চে গুয়েভারা) মতোই। 






🌟 নোবেল প্রাইজ প্রাপ্তি ✒ 




নোবেল প্রাইজ প্রাপ্তি অনিশ্চিত একটা বিষয়। কিন্তু নোবেল প্রাইজ না পেয়ে নোবেল প্রাইজের মন্দাচার করা একেবারেই অনুচিত। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


https://parg.co/bCHO


Nandail Municipality, Mymensingh, Bangladesh. 





Comments

Popular posts from this blog

716)Politics and Rabindranath.(রাজনীতি ও রবীন্দ্রনাথ।)– Written by Junayed Ashrafur Rahman

264) HYPOCRISY BY THE NAME OF PEACE. – 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman 🖋️

250 ) ABOUT THE ALLAMA (MUSLIM SCHOLAR) :- আল্লামা প্রসঙ্গে।-Written by Junayed Ashrafur Rahman ✒