618)The dignity of Ravi Tagore. (রবি ঠাকুরের মর্যাদা।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 August 7, 2022 Sunday  

618 https://parg.co/UYh3 )The dignity of Ravi Tagore. (রবি ঠাকুরের মর্যাদা।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒

 #Humanity #Wisdom #History #Literature #Welfare



 "Ravi Tagore and Ravi Tagore's writings are never free from criticism. But Ravi Tagore is never a man of disrespect." https://notepin.co/shared/ssipsyw


 🌟 Contribution of Ravi Tagore ✒ 


 Ravi Tagore improved Bengali language and literature a lot. There is no Bengali-speaking educated person who has not read any of Ravi Tagore's stories, poems or novels.


And because of the Nobel Prize in Literature, Bengali language and literature has been translated into different languages ​​and known to the outside world through Ravi Tagore.


 This contribution of Ravi Tagore can never be denied.

(599)Rabindranath Tagore and Dhaka University.( রবীন্দ্রনাথ ঠাকুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়।)- Written by Junayed Ashrafur Rahman ✒ https://v.gd/599RabindranathTagoreandDh

 🌟 Criticism of Ravi Tagore's personal life ✒ 


 But many things happened in Ravi Tagore's personal life which are not above criticism.


In his youth, Ravi Tagore had an extremely good relationship with his Bouthan http://ow.ly/p5wC103SJmG. Which is somewhat critical in social norms.  


That he regularly exchanged love letters with a girl of only 17 at the age of 70 may also be a point of criticism. 


 Again he went to Italy on the invitation of Italian dictator Mussolini and accepted Mussolini's hospitality.  https://v.gd/RabindranathAndMussolini


Even Ravi Tagore was impressed by Mussolini's hospitality.  


This event can also be criticized by many. He was somewhat opposed to the establishment of Dhaka University http://ow.ly/hZuE103CNLG. This can also be a point of criticism.


But for all these reasons there can be no justification to completely denigrate Ravi Tagore.


🌟 Criticism of Ravi Tagore's Writings ✒ 


 It is true that Ravi Tagore was a genius of the first order. But he was not an incarnation sent by God and his writings are not equivalent to any divine book.



Therefore, Ravi Tagore's writings can be criticized in the literature discussion. I also criticized Ravi Tagore's Gora novel. But I never insulted Ravi Tagore by saying so.


 But it can never be logical to denigrate Ravi Tagore by making issue of two poems, two stories or two novels of Ravi Tagore.


🌟 Ravi Tagore and communal ISM ✒ 


 Ravi Tagore in his personal life was a follower of the Brahmo doctrine established by Raja Rammohan Roy.


 So there are hints of Brahma ideology in his various writings.


 But he did not write anything directly denigrating any religion.


"Whatever you say bro, I want my golden deer. http://ow.ly/tbNH103SJbl"


 This poem (song) is composed by Ravi Tagore not to denigrate any religion or people of religion. The poem does not mention any denigration of religion.


 But many may think that, it is written by Ravi Tagore to address the freedom-seeking Muslims.


 It may be said that, Ravi Tagore wrote it to address the overly demanding (compare them with present-day Hefazate Islam) Muslims.


But Ravi Tagore did not mention Muslims in that poem.


 Again, "O my country's soil, my head is behind you.

 You as the mother world. http://ow.ly/Ihxw103SJCm" 


 It can also be assumed that this song was composed by Ravi Tagore to promote idol worship.


 So it can be said, "O my country's soil" means to make an idol out of the country's soil and worship that idol as Ravi Tagore described it. That is, make an idol of God and Goddess with clay. And make an idol and worship that idol. This is the main point of this poem.


But Ravi Tagore did not mention idol worship in that song.


 That is all there is to say, "green color, soft statue of yours is pined in mind."


 And "the soil of my country" Ravi Tagore here means the soil of the country by saying green color, soft statue . Because with that word there is this saying "O my country soil" that is, Ravi Tagore means the soil of the country by saying green color, soft statue. He did not mean any god or goddess.


So there is no justification for communally using such songs and poems of Ravi Tagore.


🌟 Denigrating Ravi Tagore online ✒ 


 But Ravi Tagore is being used as a communal issue on YouTube and Facebook today.


 Those who could not be satisfied today despite the anti-national propaganda. Today, they have started a mission of slandering in the name of Ravi Tagore by staying in the country and abroad through YouTube, Facebook etc.


But Ravi Tagore is a liberal poet not only of India, not only of Bangladesh, but of the whole world and of all languages. It can never be noble to make him an issue of communalism because of any political party or offensive deeds, etc.


 Ravi Tagore can be criticized. But everyone should refrain from defaming Ravi Tagore and using Ravi Tagore for communal issues.


🌟 We remember Ravi Tagore today on 7th August, Sunday, on the death anniversary of Ravi Tagore. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 


"রবি ঠাকুর এবং রবি ঠাকুরের লেখা কখনই সমালোচনা থেকে মুক্ত না। কিন্তু রবি ঠাকুর কখনই অসম্মানের ব্যক্তি না।"


🌟 রবি ঠাকুরের অবদান ✒ 


রবি ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে অনেক উন্নত করেছেন। বাংলা ভাষাভাষী এমন কোন শিক্ষিত ব্যক্তি নাই যে, রবি ঠাকুরের কোন গল্প, কবিতা অথবা উপন্যাস পড়েন নি।


এবং সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়ার কারণে রবি ঠাকুরের মাধ্যমে বাংলা ভাষা এবং সাহিত্য বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে বহির্বিশ্বে পরিচিত হয়েছে।


রবি ঠাকুরের এই অবদান কখনই অস্বীকার করা যায় না।


🌟 রবি ঠাকুরের ব্যক্তিগত জীবনের সমালোচনা ✒ 


কিন্তু রবি ঠাকুরের ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে যেগুলো সমালোচনার ঊর্ধ্বে না।


কৈশোরে রবি ঠাকুরের সঙ্গে তিনির বৌঠানের মাত্রাতিরিক্ত সুসম্পর্ক ছিল। যেটা সামাজিক রীতি নীতিতে কিছুটা সমালোচনার বিষয়। তিনি ৭০ বছর বয়সে মাত্র ১৭ বছর বয়সের এক কিশোরীর সঙ্গে নিয়মিত প্রেমপত্র আদান প্রদান করতেন, এটাও হতে পারে একটা সমালোচনার বিষয়। আবার তিনি ইতালির স্বৈরশাসক মুসোলিনির আমন্ত্রণে ইতালিতে গিয়ে মুসোলিনির আতিথ্য গ্রহণ করেছিলেন। এমনকি মুসোলিনির আতিথেয়তায় রবি ঠাকুর মুগ্ধ হয়েছিলেন। এই ঘটনাটাও অনেকের কাছে সমালোচনার বিষয় হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় তিনি কিছুটা বিরোধিতা করেছিলেন। এটাও হতে পারে সমালোচনার একটা বিষয়।


কিন্তু এ সকল কারণে রবি ঠাকুরকে একেবারে হেয় করার কোন যৌক্তিকতা থাকতে পারে না।


🌟 রবি ঠাকুরের লেখার সমালোচনা ✒ 


এটা সত্য যে রবি ঠাকুর একজন প্রথম সারির প্রতিভাবান ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি ঈশ্বর প্রেরিত কোন অবতার ছিলেন না আর তিনির লেখা কোন ঐশ্বরিক গ্রন্থের সমতুল্যও না।


তাই সাহিত্য আলোচনার ক্ষেত্রে রবি ঠাকুরের লেখার সমালোচনা হতেই পারে। আমিও রবি ঠাকুরের গোরা উপন্যাস নিয়ে সমালোচনা করেছি। কিন্তু তাই বলে রবি ঠাকুরকে আমি কখনই হেয় করিনি।


কিন্তু রবি ঠাকুরের দুই একটা কবিতা, দু একটা গল্প অথবা দুই একটা উপন্যাসকে ইস্যু করে রবি ঠাকুরকে হেয় করা কখনই যৌক্তিক হতে পারে না।


🌟 রবি ঠাকুর ও সাম্প্রদায়িকতা ✒ 


রবি ঠাকুর ব্যক্তিগত জীবনে রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাহ্ম মতবাদের অনুসারী ছিলেন।


তাই তিনির বিভিন্ন লেখায় ব্রাহ্ম মতাদর্শের ইঙ্গিত পাওয়া যায়।


কিন্তু তিনি সরাসরি কোন ধর্মকে হেয় করে কোন লেখালেখি করেননি।


"তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই....।"


এই কবিতাটি (গান) রবি ঠাকুর রচনা করেছেন কোন ধর্মকে অথবা ধর্মের মানুষকে হেয় করার জন্য না। কবিতায় কোন ধর্মকে হেয় করার কথা উল্লেখ নাই।


কিন্তু অনেকেই মনে করতে পারেন, এটা নাকি স্বাধীনতাকামী মুসলমানদেরকে উদ্দেশ করে রবি ঠাকুর লিখেছেন।


এটা বলা হতে পারে যে, অতিমাত্রার দাবিদার (বর্তমান সময়ের হেফাজতে ইসলামের সঙ্গে তাদের তুলনা করা চলে) মুসলমানদেরকে উদ্দেশ করে রবি ঠাকুর এটা রচনা করেছেন।


অথচ রবি ঠাকুর ওই কবিতাতে মুসলমানদের কোন উল্লেখই করেননি।


আবার "ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"


এটাও মনে করা হতে পারে, এই গান রবি ঠাকুর মূর্তিপূজার প্রচারের জন্য রচনা করেছেন।


তাই এটা বলা হতে পারে, "ও আমার দেশের মাটি" মানে দেশের মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেই মূর্তিকে পূজা করার জন্যই রবি ঠাকুর এটা বর্ণনা করেছেন। অর্থাৎ মাটি দিয়ে দেব দেবীর মূর্তি বানাও । আর মূর্তি বানিয়ে সেই মূর্তিকে পুজো কর। এই হচ্ছে এই কবিতার মূল বিষয়।


অথচ রবি ঠাকুর ওই গানে মূর্তিপূজার কোন উল্লেখই করেননি। 


শুধু বলার মধ্যে এটুকুই আছে,"তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা

ও আমার দেশের মাটি" রবি ঠাকুর এখানে শ্যামলবরন কোমল মূর্তি বলতে দেশের মাটিকে বুঝিয়েছেন। কেননা ওই কথার সাথেই এই কথা আছে "ও আমার দেশের মাটি" অর্থাৎ শ্যামলবরন কোমল মূর্তি বলতে রবি ঠাকুর দেশের মাটিকে বুঝিয়েছেন। কোন দেব দেবীকে বুঝাননি। 


তাই রবি ঠাকুরের এই ধরনের গান ও কবিতাকে সাম্প্রদায়িকভাবে ইউজ করার কোন যৌক্তিকতা নাই।


🌟 অনলাইনে রবি ঠাকুরকে হেয় করা ✒ 


অথচ রবি ঠাকুরকে আজ ইউটিউব ও ফেসবুকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে ইউজ করা হচ্ছে।


দেশবিরোধী অপ্রচার করেও যারা আজ তুষ্ট হতে পারেনি। ওরাই আজ ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেশে-বিদেশে অবস্থান করে রবি ঠাকুরের নামে কুৎসা রটনার একটা মিশন শুরু করেছে।


🌟 রবি ঠাকুরের গ্রহণযোগ্যতা ✒ 


কিন্তু রবি ঠাকুর শুধু ভারতের না, শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের এবং সকল ভাষারই একজন উদার কবি। তিনিকে কোন রাজনৈতিক দল, মত প্রভৃতির কারণে সাম্প্রদায়িকতার ইস্যু বানানো কখনই মহৎ কাজ হতে পারে না।


রবি ঠাকুরের সমালোচনা করা যেতেই পারে। কিন্তু রবি ঠাকুরের মর্যাদা ক্ষুন্ন করা এবং রবি ঠাকুরকে সাম্প্রদায়িক ইস্যুতে ইউজ করা থেকে সকলকে বিরত থাকা উচিত।


🌟 আজ ৭ই আগস্ট রবিবারে রবি ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে তিনিকে আমরা স্মরণ করি। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n   

Comments

Popular posts from this blog

716)Politics and Rabindranath.(রাজনীতি ও রবীন্দ্রনাথ।)– Written by Junayed Ashrafur Rahman

264) HYPOCRISY BY THE NAME OF PEACE. – 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman 🖋️

250 ) ABOUT THE ALLAMA (MUSLIM SCHOLAR) :- আল্লামা প্রসঙ্গে।-Written by Junayed Ashrafur Rahman ✒