533) Alas for peace. (শান্তির আফসোস।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 533 http://ow.ly/RwzY102ZFhH ) Alas for peace. (শান্তির আফসোস।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 


 "It is a pity to walk around regretting not awarding the Nobel Peace Prize."

#Humanity #Politics #Wisdom #Welfare  

 The Nobel Prize depends on the choice of the Nobel Committee.


 Each year, the Nobel Committee selects the winners from hundreds of individuals and organizations.


 And this verification-selection is done completely independently. That is, the Nobel Prize is awarded by screening without the influence of any individual, organization or government.


 This is how every Nobel Prize is awarded. But the Nobel Peace Prize is different.


 Five prizes are awarded in Stockholm, Sweden, but the Peace Prize is awarded in Oslo, Norway.

 And the Nobel Peace Prize is considered more influential than other Nobel Prizes.


 It is said that people like Stalin and Hitler were greedy for the Nobel Peace Prize. But they were not given.


 Even recently, when Ethiopia's Abi Ahmed Ali won the Nobel Peace Prize, US President Donald Trump expressed regret that he was worthy of the prize, but the Nobel Committee gave it to Abi Ahmed Ali.


 The president of the USA is said to be the most powerful man in the world. And Donald Trump has been one of the richest people in the world since he became president. Even such a person could not give up the regret of Nobel Peace Prize.


 Therefore, those who have been hoping or longing for the Nobel Peace Prize for many years will not regret not getting the Nobel Peace Prize. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 



"শান্তিতে নোবেল প্রাইজ না পেয়ে আফসোস করে বেড়ানোই শান্তির আফসোস।" 


নোবেল প্রাইজটাই নির্ভর করে নোবেল কমিটির পছন্দের উপর।


প্রতি বছর শত শত ব্যক্তি আর প্রতিষ্ঠানের মধ্য থেকে নোবেল কমিটি নিজেদের পদ্ধতিতে যাচাই - বাছাই করে বিজয়ী নির্ধারিত করেন।


আর এই যাচাই - বাছাই করা হয় পুরোপুরি স্বাধীনভাবে। অর্থাৎ কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন অথবা কোন সরকারের প্রভাব ছাড়াই যাচাই - বাছাই করে নোবেল প্রাইজ প্রদান করা হয়।


প্রতিটা নোবেল প্রাইজ এভাবেই দেয়া হয়। তবে শান্তিতে নোবেল প্রাইজটা অন্য রকম।


পাঁচটি পুরস্কার প্রদান করা হয় সুইডেনের স্টকহোম থেকে, কিন্তু শান্তির পুরস্কারটা দেয়া হয় নরওয়ের অসলো থেকে।

এবং শান্তিতে নোবেল প্রাইজকে অন্যান্য নোবেল প্রাইজের চেয়ে বেশি প্রভাবশালী মনে করা হয়।


কথিত আছে, শান্তিতে নোবেল প্রাইজের জন্য স্ট্যালিন - হিটলারের মত লোকেরাও লালায়িত ছিলেন। কিন্তু ওদেরকে দেয়া হয়নি। 


এমনকি সাম্প্রতিক সময়ে যখন ইথিওপিয়ার আবি আহমেদ আলি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফসোস প্রকাশ করে বলে বলে বেড়িয়েছিলেন, তিনি ছিলেন সেই প্রাইজটার উপযুক্ত, কিন্তু নোবেল কমিটি সেটা আবি আহমেদ আলিকে দিয়ে দিয়েছেন।


বলা হয় যে, ইউএসএর প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ব্যক্তি। আর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই পৃথিবীর অন্যতম সেরা ধনী ব্যক্তি। এমন ব্যক্তিও নোবেল প্রাইজের শান্তির আফসোস ত্যাগ করতে পারেননি।


তাই যিনিরা দীর্ঘ বছর যাবৎ শান্তিতে নোবেল প্রাইজের প্রত্যাশী অথবা লালায়িত হয়ে আছেন, তিনিরা শান্তিতে নোবেল প্রাইজ না পেয়ে শান্তির আফসোস করে বেড়াবেননা। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 


Comments

Popular posts from this blog

716)Politics and Rabindranath.(রাজনীতি ও রবীন্দ্রনাথ।)– Written by Junayed Ashrafur Rahman

264) HYPOCRISY BY THE NAME OF PEACE. – 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman 🖋️

250 ) ABOUT THE ALLAMA (MUSLIM SCHOLAR) :- আল্লামা প্রসঙ্গে।-Written by Junayed Ashrafur Rahman ✒