344) Limit of Education.(শিক্ষার সীমা।)- Written by Junayed Ashrafur Rahman ✒

344 https://parg.co/bPrj ) Limit of Education.(শিক্ষার সীমা।)- Written by https://parg.co/bPrW Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


 "There is no end to education - but there is a limit to the amount of education that can be done."

#Politics #economics #History #law #experience #welfare

 🌟 Essential education ✒ 

 The education that is necessary for living and making a living is the education that is necessary.

 All kinds of people need education to make a living.

 People's lives are governed by educational institutions and other education.

 🌟 Limits of education ✒ 

 But the need for education is met only by acquiring a certain amount of education in order to make a living.

 The person concerned can then acquire more education like opportunity and ability to increase own knowledge.

 For example: - Honors or equal quality education is enough to make a living.

 There are many opportunities to make a living through this education.

 But if a person acquires more education to increase own dignity and knowledge, such as: - Masters, LLB, MBA, PhD ....., it will be valuable but additional education.

 Much like wearing ornaments on the body.

 🌟 This is how the limits of education are basically determined. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


"শিক্ষার শেষ নাই - কিন্তু আবশ্যক পরিমাণ শিক্ষার অবশ্যই সীমা আছে।"

🌟 আবশ্যক শিক্ষা ✒

জীবনে চলার মত এবং জীবিকা নির্বাহের জন্য যে শিক্ষার অবশ্যই প্রয়োজন , সেটাই আবশ্যক শিক্ষা।

জীবন নির্বাহের জন্য সকল ধরণের মানুষের অবশ্যই শিক্ষার প্রয়োজন।

শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষার উপর নির্ভর করেই মানুষের জীবন পরিচালিত হয়।

🌟 শিক্ষার সীমা ✒

কিন্তু জীবন নির্বাহের জন্য একটা সুনির্দিষ্ট পরিমাণ শিক্ষা অর্জন করলেই আবশ্যক পরিমাণ শিক্ষার প্রয়োজন পূর্ণ হয়।

এরপর সংশ্লিষ্ট ব্যক্তি নিজের জ্ঞান বৃদ্ধির জন্য সুযোগ ও সামর্থ্য মত আরো শিক্ষা অর্জন করতে পারেন।

যেমন : - জীবন নির্বাহের জন্য অনার্স অথবা সম মানের শিক্ষা হলেই যথেষ্ট।

এই শিক্ষার মাধ্যমে জীবন নির্বাহের জন্য অনেক সুযোগ রয়েছে।

কিন্তু কোন ব্যক্তি যদি নিজের মর্যাদা ও জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য আরো অনেক শিক্ষা , যেমন : - মাস্টার্স , এলএলবি , এমবিএ , পিএইচডি ..... অর্জন করেন , তবে সেটা হবে মূল্যবান কিন্তু অতিরিক্ত শিক্ষা।

অনেকটা শরীরে অলঙ্কার পরিধান করার মত বিষয়। 

🌟 এভাবেই মূলতঃ শিক্ষার সীমা নির্ধারিত হয়। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

716)Politics and Rabindranath.(রাজনীতি ও রবীন্দ্রনাথ।)– Written by Junayed Ashrafur Rahman

250 ) ABOUT THE ALLAMA (MUSLIM SCHOLAR) :- আল্লামা প্রসঙ্গে।-Written by Junayed Ashrafur Rahman ✒

264) HYPOCRISY BY THE NAME OF PEACE. – 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman 🖋️